Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ০১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: সদর উপজেলায় বাকবিতন্ডার জেরে বাবা নুর ইসলামকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে হাসিবুল ইসলাম ওরফে হাসুকে (৩২) আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ এপ্রিল) ভোর পাঁচটার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও হাসান মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান আতিক সারাবাংলাকে জানান, ফজরের নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন নুর ইসলাম। এ সময় হাসিবুল ইসলাম বাবার পথরোধ করে এবং কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নুর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজন জানায় রোববার ছেলের সঙ্গে নুর ইসলামের বাকবিতন্ডা হয়। ওই বাকবিতন্ডাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে ঘটনার মূল রহস্য জানা যাবে।

এদিকে, নুর ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/একেএম

ছেলে আটক বাবাকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর