Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে’র আগে মুক্তি নেই

আনিস মণ্ডল, সিনিয়র নিউজরুম এডিটর
২৭ এপ্রিল ২০২১ ১০:৫৬

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বেশিরভাগ জেলার তাপমাত্রার পারদ ৪০ ছুঁইছুঁই। এই অবস্থায় এক ফোঁটা জলের জন্য চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে সবাই। বৃষ্টির জন্য ফাঁকা মাঠে জমা হয়ে নামাজও পড়তে দেখা গেছে মুসল্লিদের। তবে আবহাওয়া অফিস বলছে, সহজেই মুক্তি মিলছে না। এজন্য ন্যূনতম অপেক্ষা মে মাসের প্রথম সপ্তাহ। আর মে মাসের শেষের দিকে মৌসুমী বায়ু দেশে প্রবেশ করলেই যদি শীতল হয় প্রকৃতি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সারাবাংলাকে এসব তথ্য জানান আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস। তিনি বলেন, আগামী দুই/তিন বিচ্ছিন্নভাবে দুএক জায়গায় বৃষ্টি হলেও সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে মাসের প্রথম সপ্তাহে।

বিজ্ঞাপন

তিনি জানান, মৌসুমী বায়ু দেশে প্রবেশের আগে বৃষ্টি হলেও প্রকৃতি খুব একটা ঠান্ডা হবে না। দিতে পারে সাময়িক স্বস্তি। সেক্ষেত্রে তাপপ্রবাহের পারদ নেমে আসতে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গত দুইদিন আগেই দক্ষিণের জেলা যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই জেলাতেই ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৯। রাজধানীর ঢাকার তাপমাত্রাও ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টি চেয়ে নামাজ

দেশে চলমান বিধিনিষেধের মধ্যেই কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে জড়ো বৃষ্টির জন্য নামাজ পড়েছেন মুসল্লিরা। সোমবার সকালে দুই রাকাত নামাজ আদায় করেন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কয়েকশ মানুষ। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন চর জগন্নাথপুর গ্রামের জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী। তিনি বলেন, বৃষ্টি না হওয়ায় তাপদাহে দেশের মানুষের কষ্ট হচ্ছে। এ রকম পরিস্থিতে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে পানি প্রার্থনা করে দোয়া করা সুন্নত। তাই এই নামাজের আয়োজন করা।

বিজ্ঞাপন

‘আল্লাহ মেঘ দে,পানি দে,ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে’

বেলা দ্বি-প্রহর
ধু-ধু বালুচর
ধূপেতে কলিজা ফাটে
পিয়াসে কাতর

আব্বাস উদ্দিনের বিখ্যাত গান এই গান গেয়ে বিভিন্ন জেলায় বৃষ্টির আবেদন জানাচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। এমন বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অঞ্চলসহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ , রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশের আট বিভাগের তাপমাত্রা ৪০ কিংবা এর কাছাকাছি থাকবে। এরমধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পূর্বাভাস বলছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আর সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। কোথাও অস্থায়ী মেঘলা থাকলে সারাদেশের আবহা থাকবে শুষ্ক। রংপুর ও সিলেটে দু এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হলেও তাপদাহ থাকবে আরও দু’এক দিন।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সারাবাংলাকে জানান, মাত্রারিক্ত এই গরম পোহাতে হতে পারে আরো তিনদিন। শুক্রবার থেকে কিছুটা স্বস্তি ফিরতে পারে। আগামী তিনদিন পর দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট। তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

সারাবাংলা/এএম

আবহাওয়া তাপপ্রবাহ তাপমাত্রা বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর