রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২১ ১১:০৫
ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মুগদায় রাজন (২৬) ও কারওয়ান বাজারে সজিব (১৮) নামে দুইজন মারা গেছে। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার জানান, গতরাত দেড়টার দিকে কারওয়ান বাজারের সোনারগাঁ মোড় সার্ক ফোয়ারার পাশে একটি চলন্ত ট্রাকের পিছনে ওঠার সময় সেখান থেকে পড়ে যায় সজিব (১৮)। এসময় পিছনের আরেকটি ট্রাকের নিচে চাপা পড়ে সে। আহত অবস্থায় রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সে ভাসমান। কাওরান বাজার এলাকায় থাকতো। তার বাবা মৃত আবুল মিয়া। বাড়ি ময়মনসিং নান্দাইল উপজেলার কাঠালিপাড়ায়।
এদিকে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, গত রাত একটার দিকে মুগদা বিশ্বরোড ওয়ালটন শোরুমের সামনে দিয়ে রাজন (২৬) পিকআপ ভ্যান চালিয়ে যাচ্ছিল। এসম সামনের দিকে একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। তার পিকআপটি ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে।
এতে পিকআপ চালক রাজন (২৬) ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে রাত দেড়টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এসআই আরও জানান, রাজনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পঞ্চবটি এলাকায় থাকতো সে। গতরাতে গাজীপুর থেকে সুতা ভর্তি পিকআপ ভ্যান নিয়ে পঞ্চবটি ফেরার সময় এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় ট্রাক ও পিকআপ দু’টিই জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।
সারাবাংলা/এসএসআর/এমও