।।সারাবাংলা ডেস্ক।।
গত মাসে ফ্লোরিডায় স্কুলে বন্দুক হামলায় বেঁচে যাওয়া শিক্ষার্থীদের আহবানে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে সমাবেশ, খবর আন্তর্জাতিক মিডিয়ার।
‘মার্চ ফর আওয়ার লাইভস’ নামে শুরু হওয়া এই র্যালিতে আন্দোলনকারীরা অস্ত্র বন্ধের দাবি তোলে।
১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের গুলির ঘটনায় বেঁচে যাওয়া কথা শুনতে ওয়াশিংটনের পেনসিলভানিয়া অ্যাভিনিউর রাস্তায় জমায়েত হয় হাজার সমর্থনকারী।
তরুণ আন্দোলনকারী, তাদের অভিভাবক ও সমর্থকদের যোগ দেওয়া এই জমায়েতটিকে বলা হচ্ছে মার্কিন ইতিহাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ।
সেদিনে ঘটনায় বেঁচে যাওয়া একজন শিক্ষার্থী এমা গনজালেজ গুলিতে নিহত ১৭ জন শিক্ষার্থীর নাম পড়ে শোনায়। নাম পড়তে পড়তে এক সময় গলা ধরে আসে তার, নিশ্চুপে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে থাকেন তিনি।
নাম পড়া শেষে এমা একটা বক্তব্য দেন। ৬ মিনিট ২০ সেকেন্ডে শেষ হয় এই বক্তৃতা শেষ হতে। ঠিক এতটুকুই সময়েই সেদিন লেগেছিল ধ্বংসযজ্ঞ চালাতে, এ সময়ের মধ্যেই ১৭ জন মানুষকে চলে যেতে হয় পৃথিবী থেকে।
আরেকজন শিক্ষার্থী ক্যামেরন ক্যাসকি বলেন, আপনারা রাজনীতিবিদরা হয় প্রতিনিধিত্ব করুন অথবা বেড়িয়ে যান। ভোটাররা আসছে।
সমাবেশে আসা সমর্থকরা এ সময় আগ্নেয়াস্ত্র বিক্রিতে কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়ে তৎপর হওয়ার দাবি করে। তাদের মতে, অস্ত্র সহজলভ্য হওয়ার কারণে এ ঘটনাগুলো বন্ধ হচ্ছে না।
সারাবাংলা/এমএ