আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন, ২ জন রিমান্ডে
২৭ এপ্রিল ২০২১ ১৪:৪৯
ঢাকা: রাজধানীর আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দুই আসামিকে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফা। তারা গোডাউনের মালিক ছিলেন বলে জানা গেছে।
এর আগে বংশাল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মীর রেজাউল ইসলাম আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন। গত ২৬ এপ্রিল ভোরে তাদের ঢাকা ও বগুড়া থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন, গ্রেফতার ২
উল্লেখ্য, গত ২২ এপ্রিল সেহরির কিছু সময় আগে আরমানিটোলার ছয় তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ভবনের নিচতলার একাধিক গোডাউনে রাখা রাসায়নিক কেমিক্যাল পুড়ে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।
সারাবাংলা/এআই/এনএস