Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের হরতাল সমর্থনকারী ৩ আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২১ ১৫:৫০

ঢাকা: হেফাজতে ইসলামের হরতাল সমর্থনকারীর তিন আসামির বিরুদ্ধে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলায় ৩ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মুফতি মো. ফয়জুল্লাহ আমিন ওরফে কিবরিয়া (২৭), মাহাদী হাসান জুবায়ের (২৩) ও মিজানুর রহমান (৩৮)

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তর-পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর মো. লাল মিয়া তিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে ও পূর্ণাঙ্গ নাম ঠিকানা যাচাইবাছাই পূর্বক মূল রহস্য উদ্ঘাটনের লক্ষে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদন বলা হয়, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল চলাকালীন সময়ে গ্রেফতারকৃত আসামিসহ ৩০/৪০ জন অজ্ঞাতনামে আসামিরা হরতালকে সফল করার লক্ষে জণগণকে ভীতি প্রদর্শন ও টহলরত পুলিশের উপর আতর্কিত ভাবে ইটপাটকেল নিক্ষেপ করে জনসাধারণের চলাচলের বাধা সৃষ্টি করে। ওই ঘটনায় শনাক্তপূর্বক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গত ২৭ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

আসামিদের প্রকৃত নাম-ঠিকানা যাচাইবাছাই ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা।

সারাবাংলা/এআই/এমও

রিমান্ড হেফাজতে ইসলাম হেফাজতের হরতাল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর