অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি— জি এম কাদের
২৭ এপ্রিল ২০২১ ১৬:২৭
ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, করোনাকালে কর্মহীন, দুঃস্থ এবং অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, বিভিন্ন সূত্রে জানা গেছে করোনায় প্রায় আড়াই কোটি মানুষ নতুন করে দারিদ্রের মুখে পড়েছে। তাই, সমাজের বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, করোনাকাল চলছে তার ওপর রমজান এবং ঈদও আসন্ন, ভালো নেই সাধারণ মানুষ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্ত হয়ে পড়েছে। কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকেই মূল উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, প্রয়াত নেতা পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় দুঃস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন। তাই তার আদর্শে অনুপ্রাণিত জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীকে অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমতো সহায়তা করে যেতে হবে।
সারাবাংলা/এএইচএইচ/একেএম