Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমেকে ছাত্রলীগের ২ গ্রুপে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২১ ০০:২৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকোল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে দুই দফায় ক্যাম্পাসে এ সংঘাতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন আছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে প্রথমে ক্যাম্পাসের ক্যাফেতে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পুলিশ ও কতৃর্পক্ষের হস্তক্ষেপে এই ঘটনার মীমাংসা হয়।

এরপর রাত ৯টার দিকে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ ফের হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় রানা নামে এক চিকিৎসককে মারধর করা হয়।

মারধরের জেরে উত্তেজনা আরও বাড়ে। তারা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে লিপ্ত হয়। এতে পাঁচ জন আহত হন।

ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের মধ্যে একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আরেক পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

জানতে চাইলে নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শহীদুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষ প্রথমে মুখোমুখি অবস্থানে ছিল। এরপ তারা দুই দফায় হাতাহাতি করে। ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়েছে। ক্যাম্পাসে আমরা অবস্থান নিয়েছি।’

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাতাহাতি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর