Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইডেন কলেজের ফি দেওয়া যাবে বিকাশে

সারাবাংলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২১ ০১:২২

ঢাকা: ইডেন কলেজের শিক্ষার্থীরা সুবিধাজনক সময়ে বিকাশের মাধ্যমে মাসিক বেতনসহ সব ধরনের ফি পরিশোধ করতে পারবেন।

বিকাশের অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে কলেজ ফি ও অন্যান্য ফি পরিশোধ করা যাচ্ছে।

এক্ষেত্রে, বিকাশ অ্যাপের পে বিল আইকন থেকে এডুকেশনে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা থেকে ইডেন কলেজ নির্বাচন করে শিক্ষার্থীর তথ্য, টাকার পরিমান এবং সবশেষে পিন নম্বর দেওয়ার মাধ্যমে দিয়ে বেতন পরিশোধ সম্পন্ন করা যাবে। ফি পরিশোধের ডিজিটাল রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করার সুযোগ থাকছে।

পাশাপাশি, ভবিষ্যৎ ফি পরিশোধ সহজ করার জন্য প্রয়োজনীয় তথ্য অ্যাপে সেভ করে রাখার সুযোগও পাচ্ছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, দেশের ৬০০ শিক্ষা প্রতিষ্ঠানের ফি অনলাইনে পরিশোধের সুযোগ করে দিয়েছে বিকাশ।

সারাবাংলা/একেএম

ইডেন কলেজ বিকাশ বিকাশ অ্যাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর