রাজধানীসহ সারাদেশে ভূকম্পন অনুভূত
সারাবাংলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২১ ০৮:৪৬
২৮ এপ্রিল ২০২১ ০৮:৪৬
রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।
বাংলাদেশ সময় সকাল আটটা ২০ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারতীয় সময় বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে শোনিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। এর তিন মিনিট পর ৭টা ৫৪ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। এছাড়া মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশে এই ভূমিকম্পের মাত্রা কেমন ছিল তা এখনো জানাতে পারেনি আবহাওয়া অধিদফতর।
সারাবাংলা/এএম