হেফাজত নেতা আতাউল্লাহ আমীন ফের ৬ দিনের রিমান্ডে
২৮ এপ্রিল ২০২১ ২১:৫৩
ঢাকা: নাশকতার মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের পৃথক দুই মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।
পাঁচদিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ। এরপর মতিঝিল থানার দায়ের করা মামলায় দশ এবং পল্টন থানায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন এ তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মতিঝিল থানার মামলায় ৩ দিন এবং পল্টন থানায় তিন করে মোট ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ২২ এপ্রিল আসামির ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত।
জানা গেছে, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় তার বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানাসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়।
সারাবাংলা/এআই/একে