Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চন্দ্রজয়ী মাইকেল কলিন্স মারা গেছেন


২৯ এপ্রিল ২০২১ ০৩:৫৪

প্রথম সফল চন্দ্র অভিযানের মহাকাশচারী মাইকেল কলিন্স মারা গেছেন। বুধবার (২৮ এপ্রিল) ৯০ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। বুধবার পরিবারের পক্ষ থেকে এক টুইটে তার মৃত্যুর খবর জানানো হয়।

মাইকেল কলিন্স যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১১ সফল চন্দ্র অভিযানের অন্যতম সদস্য। নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

নাসার মহাকাশযান অ্যাপোলো ১১ এর কমান্ড মডিউল পাইলট ছিলেন মাইকেল কলিন্স। এটি ছিল তার দ্বিতীয় মহাকাশ যান। তার প্রথম মহাকাশ যাত্রা ছিল জেমিনি-১০ অভিযান। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ নিয়ে  সফল চন্দ্র অভিযানে সতীর্থ নভোচারী নিল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদের বুকে পা রাখলেও কলিন্স ছিলেন মহাকাশ যানে। তিনি তখন চাঁদের কক্ষপথে একাই পরিক্রমণ করছিলেন।

ইতালিতে ১৯৩০ সালের ৩১ অক্টোবর জন্ম মাইকেল কলিন্সের। প্রথম চন্দ্রজয়ী দলের তিন নভোচারীর মধ্যে এখন শুধু বেঁচে আছে বাজ অলড্রিন। এর আগে ২০১২ সালে নিল আর্মস্ট্রং মারা যান।

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর