Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার দ্বিতীয় ধাপে ৬ লাখের বেশি মানুষকে যুবলীগের খাদ্য সহায়তা

সারাবাংলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২১ ১৬:৩৬

ঢাকা: করোনার প্রথম পর্যায়ে সারাদেশে যুবলীগ প্রায় ৪৪ লাখ অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছিল। দ্বিতীয় পর্যায়েও এখন পর্যন্ত ৬ লাখের বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে যুবলীগ।

এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা পবিত্র মাহে রমজান উপলক্ষে ও লকডাউনে অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রথম রমজান থেকে ১২ রমজান পর্যন্ত ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। পাশাপাশি সারাদেশে যুবলীগের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্বাস্হ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ, ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

করোনার কারণে গ্রামাঞ্চলে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য যুবলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে তাদের ঘরেও তুলে দিচ্ছে।

এ বিষয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, করোনার মহাসংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পূর্বের মতো বর্তমানেও যুবলীগ কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এখন একটি মানবিক সংগঠনে পরিণত হয়েছে। যুবলীগের নেতাকর্মীরা নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে। খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা প্রদান থেকে লাশ দাফন করা পর্যন্ত সকল কাজের সাথে যুবলীগ নেতা-কর্মীরা সম্পৃক্ত রয়েছে। করোনার প্রথম পর্যায়ে সারাদেশে যুবলীগ প্রায় ৪৪ লাখ অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছিল। দ্বিতীয় পর্যায়েও এখন পর্যন্ত ৬ লাখের বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে যুবলীগ।

বিজ্ঞাপন

তিনি বলেন, যতদিন এই করোনার মহাসংকট দূর না হবে ততদিন পর্যন্ত যুবলীগের ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ সর্বদা মানবতার সেবায় নিয়োজিত। করোনার মহাসংকটে যুবলীগ সারাদেশে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সর্বমহলে যুবলীগ এখন মানবিক যুবলীগ হিসেবে পরিচিত। আমরা যুবলীগ বিশ্বাস করি মানুষকে ভালোবাসলেই, মানুষকে সাহায্য করলেই কেবল মাত্র মানুষের ভালোবাসা পাওয়া যায়। দেশের যে কোন সংকটে যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে।

সারাবাংলা/এসএসএ

যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর