Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মে’র মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২১ ১৮:২২

ঢাকা: তৈরি পোশাক খাতসহ বিভিন্ন খাতের শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস আগামী ১০ মে’র পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপাক্ষিক পরামর্শ কমিটি টিসিসি কমিটির ৬৭তম সভা ও আরএমজি টিসিসি কমিটির অষ্টম সভার সভাপতির বক্তৃতায় বিভিন্ন শিল্প কারখানার মালিকদের প্রতি এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ধরনের শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস ১০ মে’র মধ্যে পরিশোধ করতে বলেছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। যেকোনো খাতের শ্রমিকদের আগের কোনো মাসের বেতন বকেয়া থেকে থাকলে সেটিও ১০ মে’র মধ্যে পরিশোধ করতে আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

ফাইল ছবি

সারাবাংলা/জিএস/টিআর

টপ নিউজ বেগম মন্নুজান সুফিয়ান শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকদের বেতন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর