সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল বিএনপি
২৯ এপ্রিল ২০২১ ২০:০৮
ঢাকা: সাংবাদিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় প্রেসক্লাব নেতাদের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দেন।
বিকেল ৩ টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ডা. রফিকুল ইসলামের কাছ থেকে সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।
এ সময় ডা. রফিকুল ইসলাম বলেন, গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ, হাসপাতালে চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বিএনপি। এরই অংশ হিসেবে সম্মুখযোদ্ধা সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি এ কাজ করছে।’
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান সোহেল, অর্থ সম্পাদক শাহ আলম নুর, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য রফিক রাফি প্রমুখ।
এরপর জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন ডা. রফিকুল ইসলাম।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্য রয়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং প্রয়োজনীয় ওষুধ।
সারাবাংলা/এজেড/একে