করোনা মোকাবিলায় স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি দূর করার সুপারিশ
২৯ এপ্রিল ২০২১ ১৩:০৬
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জনবলের ঘাটতি দূর করার সুপারিশ করেছে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। সরকারের কাছে অ্যানেস্থেটিস্ট, চিকিৎসক, মিড ওয়াইফ নিয়োগের পাশাপাশি নার্স নিয়োগেরও সুপারিশ করা হয়।
বুধবার (২৮ এপ্রিল) রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় এসব সুপারিশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে কিছু সুপারিশ গৃহীত হয় বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা/চিকিৎসার মান উন্নয়নে সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ শ্রেণির কর্মচারী/নার্স/টেকনিশিয়ান/অ্যানেসথেসিস্ট নিয়োগের কার্যক্রমকে আবারও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এসব ক্ষেত্রে এখনও জনবলের সংকট রয়েছে। জনবলের ঘাটতি রেখে সেবার মান উন্নয়ন সম্ভব নয়। সব বাধা দূর করে দ্রুত সমস্যার সমাধান করার সুপারিশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যকর্মীরা ‘বার্ন-আউট’ (অত্যধিক কাজের ফলে বিপর্যস্ত) হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে রেহাই পেতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য আরেক দল চিকিৎসক (নিউ সেট) প্রস্তুত করার সুপারিশ করা হয়। এছাড়া লকডাউনের সময় চিকিৎসকদের যাতায়াত সহজ রাখা ও তাঁরা মানসম্মত পর্যাপ্ত পিপিই পাচ্ছেন কি না, তা পর্যবেক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।
এসময় ১২০০ বেডের মহাখালী ডিএনসিসি হাসপাতাল চালু করায় এই কমিটি সন্তোষ প্রকাশ করে এবং সরকারকে অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে উক্ত হাসপাতালে মেটার্নিটি কর্নার বা ইউনিটের ব্যবস্থা করার জন্যও বিশেষ পরামর্শ দেওয়া হয়।
সারাবাংলা/এসবি/এমও