Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজত নেতা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী ফের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২১ ২২:১১

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৩ দিনের  রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রিমান্ডের আদেশ দেন।

পল্টন থানার একটি মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর পল্টন থানায় করা অপর আরেক মামলায় তাকে সাতদিনের হেফাজতে পাওয়ার জন্য ফের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে শুনানি করেন।

এর আগে, গত ২৩ এপ্রিল তার পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গত ২২ এপ্রিল ভোরে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময় হেফাজতের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সারাবাংলা/এআই/একে

খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হেফাজত

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর