ঢামেকের গেট থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার
৩০ এপ্রিল ২০২১ ০৯:৪৩
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের গেটের পাশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স হবে আনুমানিক এক দিন।
শুক্রবার (৩০এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে নবজাতকের মৃতদেটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের ঢামেক মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. জাফর জানায়, শুক্রবার ভোরে সংবাদ পাই হাসপাতালের জরুরি বিভাগের পাশে ডিএস ফার্মেসি সংলগ্ন ফাঁকা জায়গায় একটি নবজাতকের মৃতদেহ পরে আছে। পরে সেখান থেকে নবজাতকটি উদ্ধার করি। নবজাতকটি মেয়ে। বয়স এক দিন হবে।
এসআই আরও জানান, সেখানে থাকা কয়েক জনের কাছ থেকে জানতে পারি, একটি কুকুর মুখে করে অজ্ঞাত স্থান থেকে নবজাতকের মৃতদেহ নিয়ে এসে সেখানে ফেলেছে। তবে শরীরি কোনো ক্ষতচিহ্ন নেই।
ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে নবজাতকের মৃত্যু হয়েছে। একইসঙ্গে কুকুরটি কোথা থেকে শিশুটির মৃতদেহটি নিয়ে এসেছে তাও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছিন এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/এনএস