Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি’র পুকুর থেকে দুটি মর্টারশেল ও রকেট লঞ্চার উদ্ধার

রাবি করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ১৪:২৮

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় দুটি অবিস্ফোরিত মর্টারশেল ও একটি রকেট লঞ্চার পাওয়া গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সামসুজ্জোহা হলের পূর্বদিকে খননকৃত নতুন পুকুর থেকে এই মর্টারশেল ও রকেট লঞ্চার উদ্ধার করা হয়।

বুধপাড়া এলাকার জুয়েল প্রথম ওই পুকুরে মর্টারশেল ও রকেট লঞ্চারটি দেখতে পান। সে হাত ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন। পরে বিষয়টি বধ্যভূমি পুলিশ বক্সের সদস্যের জানান।

পুলিশ জানায়, খবর পেয়ে রাবি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল জামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত মর্টারশেল এবং ১টি রকেট লঞ্চার দেখতে পেয়ে উদ্ধার করে গণকবরের পুলিশ পোস্টের কাছে নিয়ে আসেন। পরিত্যক্ত উদ্ধারকৃত মর্টারশেল ও রকেট লঞ্চার ৩টি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বধ্যভূমি পুলিশ বক্সের পুলিশ সদস্য রাম আমাকে প্রথমে বিষয়টি জানায়। আমি বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির মাধ্যমে মতিহার থানাকে পূর্বের মত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

সারাবাংলা/এনএস

অবিস্ফোরিত মর্টারশেল ও রকেট লাঞ্চার উদ্ধার টপ নিউজ নতুন পুকুর বধ্যভূমি এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর