Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজত নেতা নোমানী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ১৭:১২

ঢাকা: ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের সমাবেশকে ঘিরে হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে মুফতি নুরুজ্জামান নোমানীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ এপ্রিল) দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এসময় আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এ তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

এদিকে আসামির পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন মেসবাসহ প্রমুখ তার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধিতা করা হয়।

এর আগে গত ২৭ এপ্রিল তার দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

সারাবাংলা/এআই/এসএসএ

হেফাজত নেতা নোমানী


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর