Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুরুল আলম

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ২০:২২

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও খুলনা জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর এস এম মঞ্জুরুল আলম (৮২) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মঞ্জুরুল আলমের মৃত্যুর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রবীণ আইনজীবী এস এম মঞ্জুরুল আলম বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা জজকোর্টের একজন নিয়মিত আইনজীবী ছিলেন। খুলনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

মঞ্জুরুল আলমের স্ত্রীও কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আইনজীবী এস এম মঞ্জুরুল আলম ১৯৬৯ সালের ২২ ডিসেম্বর আইনপেশায় যোগদান করেন। পরে ১৯৯১ সালের ৩১ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতিপ্রাপ্ত হন এবং ১১ মার্চ ২০০০ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

করোনা মৃত্যু

বিজ্ঞাপন

মেগা নিলাম শেষে কোন দল কেমন হলো?
২৬ নভেম্বর ২০২৪ ১৫:১১

আরো

সম্পর্কিত খবর