Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমজীবীদের ঐক্য আরও জোরদারের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২১ ২১:০৯

ঢাকা: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের শ্রমিক শ্রেণিসহ শ্রমজীবী-মেহনতি মানুষকে অভিনন্দন জানিয়েছেন এবং শ্রম দাসত্বের জোয়াল ভেঙে অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী-মেহনতিদের রাজপথের সংগ্রামী ঐক্য আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) তিনি এই আহ্বান জানান।

সাইফুল হক বলেন, ‘করোনার এই দুর্যোগেও শ্রমিক মেহনতি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের চাকা অব্যাহত রেখেছে। অথচ তাদের জীবন ঝুঁকিমুক্ত ও নিরাপদ হয়নি। সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের দেওয়া ওয়াদা রাখেনি। লকডাউনে ৩/৪মাইল হেঁটেই তাদের অধিকাংশকে কারখানায় আসতে হয়। তাদেরকে ন্যূনতম ঝুঁকিভাতাও দিচ্ছে না।’

তিনি বলেন, ‘সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের উৎপাদনের যন্ত্রের বেশি মনে করে না। শ্রমিকদের তারা কেবল উৎপাদন বাড়াতে বলেন কিন্তু তাদের ন্যূনতম ট্রেড ইউনিয়ন অধিকারসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার দেয় না। শ্রমিক-মালিক ভাই ভাই বলে তারা মুক্তি অর্জনে শ্রমিকদের শ্রেণিচেতনা ও শ্রেণি ঐক্যকে দুর্বল ও বিভ্রান্ত করতে চায়।’

ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা আরও নিঃস্ব ও ক্ষমতাহীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারসহ শাসকশ্রেণি শ্রমিকদের তাদের রাজনৈতিক পরিমণ্ডলে বেধে রাখতে চায়। শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে তারা ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করে পুলিশ বা মাস্তান দিয়ে তাদের নানাভাবে হয়রানি করে।’ এই অমানবিক অবস্থা থেকে বের হয়ে আসতে মহান মে দিবসের চেতনায় শ্রমিকদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দেন তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর