অগ্রাধিকার ভিত্তিতে শ্রমিকদের টিকার আওতায় আনার দাবি
৩০ এপ্রিল ২০২১ ২২:১২
ঢাকা: অগ্রাধিকার ভিত্তিতে সব শ্রমিক-কর্মচারীকে ভ্যাক্সিনেশনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এই দাবি জানান। মহান মে দিবস উপলক্ষে পাঠানো বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের শ্রমিক শ্রেণি তথা শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের প্রতি সংগ্রামী শুভেচ্ছো জানিয়েছেন তারা।
বিবৃতিতে তারা বলেন, ‘সারা পৃথিবীর মতো বাংলাদেশের সকল মানুষ এক ভয়ঙ্কর মহামারি করোনার দ্বিতীয় ঢেউ অতিক্রম করছে। এই বৈশ্বিক মহামারিতে সবচাইতে বেশি সংকট, দুঃখ, কষ্ট, দুর্দশা, বিপর্যয়, অসহায়, নিরুপায় অবস্থার মধ্যে পতিত হয়েছে শ্রমিক-কর্মচারী-শ্রমজীবী-কর্মজীবী-মেহনতি মানুষ। শ্রমজীবী, কর্মজীবী মানুষরাই করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে আয় সংকট, খাদ্য সংকট ও চাকরিহীনতার ঝুঁকির মধ্যে অমানবিক জীবনযাপন করছে।’
জাসদ নেতৃদ্বয়, এই করোনা সংকটকালে সরকারি-বেসরকারি-ব্যক্তি মালিকানা নির্বিশেষে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব কল-কারখান-প্রতিষ্ঠানের সকল শ্রমিক ও কর্মচারীর নাম তালিকাভুক্ত করে ডাটাবেজ তৈরি করারও কথা বলেন।
সারাবাংলা/এএইচএইচ/এমও