Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২১ ০৬:৩৩

আফগানিস্তানে এক গাড়ি বোমা বিস্ফোরণে স্কুল শিক্ষার্থীসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ দেশটির পূর্ব লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি অতিথিশালার খুব কাছেই শক্তিশালী বিস্ফোরণ হয়। এতে ওই অতিথিশালায় অবস্থানরত শিক্ষার্থীরা নিহত হয়। বিস্ফোরণে অতিথিশালার ছাদ ধসে পড়েছে ও ধ্বংসাবশেষের নিচে অনেকে আটকা পড়েছে।

লোগার প্রাদেশিক কাউন্সিলের প্রধান হাসিবুল্লাহ স্টানেকজাই সংবাদমাধ্যমে বলেন, নিহত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সামনে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা মাত্র হাই স্কুলের পরীক্ষা শেষ করেছিল।

লোগার প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সংবাদমাধ্যমে জানিয়েছেন, গাড়ি বোমা বিস্ফোরণে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ বিস্ফোরণে গোটা এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। একটি হাসপাতাল ও আবাসিক এলাকার কয়েটি বাড়ি বিস্ফোরণের ধাক্কায় ধসে পড়েছে। ধ্বংসাবশেষের নিচে আটকা পড়াদের উদ্ধার তৎপরতা চলছে।

এখনও কোনো সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র ও তার মিত্র জোট ন্যাটো আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের ইতি টানার পর থেকেই দেশটিতে উগ্রবাদী সংগঠনগুলোর সহিংস হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছর দেশটিতে পেশাজীবী নারীদের উপর প্রাণঘাতী সিরিজ হামলার ঘটনা ঘটে। চলতি বছরও সহিংসতা অব্যাহত রয়েছে।

সারাবাংলা/আইই

আফগানিস্তান গাড়ি বোমা বিস্ফোরণ নিহত ৩০


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর