Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরিপক্ক আম বিক্রি, ৩ আড়তকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২১ ১১:৪১

বরিশাল: ব‌রিশাল নগরীর তিন‌টি আড়তে অ‌ভিযান চালিয়ে কার্বাইড মি‌শ্রিত ১৪০ কে‌জি অপ‌রিপক্ক আম জব্দ ক‌রা হয়েছে। এ ঘটনায় আড়ত তিনটিকে ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ব‌রিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট আব্দুল হাই ও রয়া ত্রিপুরার নেতৃত্বে নগরীর পোর্টরোড ও ফলপ‌ট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অ‌ভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুই হাই জানান, কার্বাইড দেওয়া অপ‌রিপক্ক আম বিক্রির অপরাধে দত্ত বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা, ব‌রিশাল ট্রেডার্সকে ছয় হাজার টাকা ও আরিফ ফ্রুট‌সকে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। পরে অপ‌রিপক্ক সব আম ধ্বংস করা হয়েছে।

এছাড়াও ফলের মূল‌্য তা‌লিকা না থাকায় ফলপ‌ট্রি এলাকার দুই‌টি দোকানে এক হজার ৪০০ টাকা জ‌রিমানা করা হয়।

সারাবাংলা/এনএস

অপ‌রিপক্ক আম জব্দ কার্বাইড মি‌শ্রিত আম জরিমানা বরিশাল ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর