মোংলা: সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র করমজলে বিলুপ্ত প্রজাতি বাটাগুর বাস্কার দুইটি কচ্ছপের ৩৭টি বাচ্চা ফুটেছে। ৩০ এপ্রিল বিকেলে এই বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হয়।
বিলুপ্তপ্রায় এই কচ্ছপের বংশ রক্ষায় ২০১৪ সাল থেকে বাটাগুর বাস্কার প্রজননে কাজ শুরু হয়। ২০১৭ সাল থেকে এসব কচ্ছপ ডিম দেওয়া শুরু করে। প্রতিবছর একটা বা দুইটা কচ্ছপ ডিম পারলেও এ বছরের ২৮ ফেব্রুয়ারি, ৩ মার্চ, ৫ মার্চ ও ২০ মার্চ যথাক্রমে ২৭, ২৩, ২৩, ২৩ টি ডিম পেড়েছিল এসব কচ্ছপ। ডিমগুলো থেকে বাচ্চা পাওয়ার কথা ৬৫ থেকে ৬৭ দিন পরে। কিন্তু এ বছর অত্যাধিক তাপদাহের ফলে যথাক্রমে ৬২ ও ৫৯ দিনে ডিম থেকে বাচ্চা পাওয়া গেছে। বাকি দুটির বাচ্চাও শিগগিরই পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী সংরক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, কচ্ছপের বাচ্চাগুলোকে বাঁচাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বিলুপ্ত এই কচ্ছপের বাচ্চাগুলোকে বড় করে বংশ বিস্তারের ব্যবস্থা করা হবে।