Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁশখালীতে শ্রমিক হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি স্কপের

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২১ ১৭:০৭

ঢাকা: করোনায় কর্মহীনদের সহায়তা, বাঁশখালী হত্যাকাণ্ডের বিচার, জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

শনিবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতীকী শ্রমিক সমাবেশ ও র‌্যালির মাধ্যমে ১৩৫তম মে দিবস পালনের সময় তারা এসব দাবি জানান। এসময় তারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বাঁশখালীতে শ্রমিক হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

বিজ্ঞাপন

নেতারা বলেন, ‘এবারের মে দিবস এসেছে করোনা মহামারির দুঃসময়ে। অতীতের যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগে শ্রমিক শ্রেণি মানবজাতিকে রক্ষা করেছে। আসন্ন মহাবিপদ থেকে সমগ্র মানবজাতিকে বাঁচানোর লড়াইয়েও নেতৃত্ব দিতে হবে শ্রমিক শ্রেণিকে।’

স্কপের যুগ্ম-সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ৯ দফা দাবির সংক্ষিপ্তসার সম্বলিত মে দিবসের ঘোষণা উত্থাপিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- স্কপ নেতা জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

করোনা বাঁশখালীতে শ্রমিক হত্যা স্কপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর