জীবন বাঁচাতে লকডাউনের কোনো বিকল্প ছিল না: নওফেল
১ মে ২০২১ ২০:০৩
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ পরিস্থিতিতে সরকারের ঘোষিত ‘লকডাউনে’ খেটে খাওয়া মানুষের দুর্দশার জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘মানুষের জীবন বাঁচাতে লকডাউনের কোনো বিকল্প ছিল না।’
শনিবার (১ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ওয়ার্ডে প্রয়াত জালাল আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল বলেন, ‘আমরা জানি, লকডাউনের কারণে অনেকের কষ্ট হচ্ছে। বিশেষত যারা খেটে খাওয়া মানুষ, দৈনিক আয়ের ওপর নির্ভরশীল, তাদের কষ্ট বেশি হচ্ছে। কিন্তু মানুষের জীবন রক্ষা করার জন্য, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এই লকডাউনের কোনো বিকল্প ছিল না। বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রও করোনার আক্রমণে বিধ্বস্ত। বাংলাদেশের অবস্থা এখনও অনেক ভালো আছে। করোনা থেকে নিজেকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই।’
উপমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউনে কর্মহীন প্রতি পরিবারকে আড়াই হাজার টাকা করে মোট ৩৮ লাখ পরিবারকে সহায়তা দিচ্ছেন। জেলা প্রশাসনের মাধ্যমেও ত্রাণ বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে আছেন।’
জালাল আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আসফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আফছার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলে আজিজ বাবুল, পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর।
সারাবাংলা/আরডি/এমও