নেত্রকোনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটা চালু
১ মে ২০২১ ২১:২৯
নেত্রকোনা: জেলার পূর্বধলা উপজেলার হাটকান্দা এলাকায় ‘সততা ব্রিকস ফিল্ডে’র বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করে ইটভাটা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞার পরও ভাটায় ইট পোড়ানো ও বিক্রি করাসহ সব কার্যক্রম আগের চলছে।
স্থানীয়রা জানান, বিবাদী ইলিয়াস গাজী ‘সততা ব্রিকস ফিল্ডে’র একজন লেবার সরদার হিসেবে কাজ করত। এখন সে হুট করে ইটভাটার মালিক সেজে বর্তমান মালিক মো. আব্দুল মান্নানকে ষড়যন্ত্র করে ইটভাটা থেকে তাড়িয়ে দিয়েছে।
বাদী মো. আব্দুল মান্নান লেখাপড়া না জানার কারণে লেবার সরদার ইলিয়াস গাজী মালিকের ভাটার সব কাগজপত্র গোপন করেছেন। এরমধ্যে জমি ভাড়ার চুক্তিতে স্বাক্ষর নিয়ে ইট বিক্রিসহ অন্য আর্থিক সুবিধার উদ্দেশে ভুয়া এফিডেভিট করেছে।
এছাড়া ভাটাটি গ্রামের ভেতর হওয়াতে এলাকায় পরিবেশের বিপর্যয়ও দেখা দিয়েছে। সরকারি কোনো নিয়ম না মেনেই বর্তমানে এটি পরিচালিত হচ্ছে।
সারাবাংলা/এমও