Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়োডাইভারসিটিস বাই ২০৩০-এ নিযুক্ত হলেন আবুল কালাম আজাদ


১ মে ২০২১ ২৩:০৩

গ্লোবাল কমিশন অন বায়োডাইভারসিটিস বাই ২০৩০-এ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন সিভিএফের বিশেষ দূত আবুল কালাম আজাদ।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের আহ্বানে ও কলম্বিয়া সরকারের অংশীদারিত্বে গঠিত গ্লোবাল কমিশন অন বায়োডাইভারসিটিস বাই ২০৩০ বিশ্বজুড়ে নগর সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকদের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নগর উন্নয়নের মডেল তৈরি করতে সহায়তা করবে। তাই এর নামকরণ করা হয়েছে বায়োডাইভারসিটিস বাই ২০৩০।

বিজ্ঞাপন

উক্ত কমিশনটির সঙ্গে যুক্ত আছেন সরকারি ও বেসরকারি খাতের বিশ্বখ্যাত বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের ২৫ জন প্রতিনিধি, যাদের মধ্যে একজন সিভিএফ-এর বিশেষ দূত আবুল কালাম আজাদ।

২০৩০ সালের মধ্যে তিন ট্রিলিয়ন ডলার মূল্যের ব্যবসার সুযোগ এবং ১১৭ মিলিয়ন কর্মসংস্থান তৈরি করার মতো অবকাঠামো ও পরিবেশ গঠন এবং বিশ্বব্যাপী নগরসমূহকে নতুনভাবে পরিকল্পনা করার লক্ষ্যে বিশ্ব অর্থনৈতিক ফোরাম কলম্বিয়া সরকারের সাথে এই নতুন উদ্যোগ নিয়ে কাজ করবে।

নগরের উন্নয়নকে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং প্রকৃতি বান্ধব করার উদ্দেশ্যে করা সাম্প্রতিক গবেষণাকে ব্যবহারিক সমাধানে রূপান্তরিত করা এবং তার জন্য অংশীদারিত্ব, কাঠামো, দূরদৃষ্টি তৈরি করার ক্ষেত্রেও কমিশনটি পরামর্শ প্রদান করবে।

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর