পশ্চিমবঙ্গে তৃণমূল, কেরালায় বাম, আসাম-পদুচেরিতে বিজেপি জোট এগিয়ে
২ মে ২০২১ ১১:০২
ভারতে রোববার (২ মে) চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। দিনের প্রথমার্ধের মধ্যেই হয়তো ফলাফল জানা যাবে।
এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের মধ্যে ভোটের হিসাবে এগিয়ে তৃণমূল কংগ্রেস ১৩৮ আসনে, বিজেপি এগিয়ে ১১৫ আসনে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে ১৪৮ আসন পেতে হবে।
কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, বুথ ফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিক ভোট গণনার প্রবণতা বলছে, রাজ্যে এডিএমকে-বিজেপি জোটও লড়াইয়ে রয়েছে। ২৩৪ আসনের মধ্যে ডিএমকে জোট ৭৫ এবং এডিএমকে জোট ৬৪ আসনে এগিয়ে।
এদিকে, আসামের ১২৬ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ এগিয়ে ৪৮ আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন জোট ২৭ আসনে এগিয়ে। তাৎপর্যপূর্ণভাবে উজান আসামের তিন আসনে এগিয়ে রয়েছে ছাত্রনেতাদের তৈরি নতুন দল আসাম জাতীয় পরিষদ।
অন্যদিকে, কেরালায় ১৪০ আসনের মধ্যে বামজোট ৮০, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৫৫ এবং বিজেপি ৩ আসনে এগিয়ে রয়েছে।
তবে, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে কংগ্রেস-ডিএমকে জোটের তুলনায় এনআর কংগ্রেস-বিজেপি-এডিএমকে জোট বেশ কিছুটা এগিয়ে রয়েছে। সেখানকার ৩০ আসনের মধ্যে এনআরসি এগিয়ে ১২ আসনে।
সারাবাংলা/একেএম
আসাম কেরালা তামিলনাড়ু পদুচেরি পশ্চিমবঙ্গে নির্বাচন ভারতে বিধানসভা নির্বাচন