Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব জামিনের মেয়াদ আরও ৪ সপ্তাহ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২১ ১৪:৪২

ঢাকা: করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্ভুত পরিস্থিতিতে চলমান লকডাউনের মাঝে জামিন ও সকল অন্তর্বর্তীকালীন আদেশ সমূহের কার্যকারিতা আরও চার সপ্তাহ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রোববার (২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন প্রদান করা হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন প্রদান করা হয়েছে বা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা হয়েছে- সেসব মামলার জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা আগামী চার সপ্তাহ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সব আসামিদের জামিন দুই সপ্তাহ বৃদ্ধি করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

তারও আগে গত ৫ এপ্রিল আরেক বিজ্ঞপ্তিতে সব আসামিদের জামিন দুই সপ্তাহ বাড়ানো হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

সুপ্রিম কোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর