হেফাজত নেতা মাহমুদ হাবিবী কারাগারে
২ মে ২০২১ ১৬:৩০
ঢাকা: নাশকতার মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ আসামির তিন দিনর রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
গত ২৯ এপ্রিল আসামির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন আদালত। এর আগে, গত ২৮ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ডেমরা থেকে হেফাজতে নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী গ্রেফতার করা হয়।
জানা গেছে, সম্প্রতি দেশব্যাপী হেফাজত ইসলামের নেতাকর্মীরা তাণ্ডব, জ্বালাও-পোড়াও চালিয়েছে। এসব আন্দোলনে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে উপস্থিত ছিলেন মাহমুদ হাবিবী। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্ত্বরের ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছেন তিনি।
সারাবাংলা/এআই/এনএস