Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিস্থিতি আরও খারাপ দিকেই যাচ্ছে: গণমাধ্যম দিবসে জাতিসংঘ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মে ২০২১ ১৮:০২

ঢাকা: অনেক দেশেই কেবল নিজেদের কাজের জন্য গণমাধ্যম কর্মীরা নতুন বিধিনিষেধ, সেন্সরশিপ, অপব্যবহার, হয়রানি, আটক এবং এমনকি মৃত্যুসহ অনেক বড় ব্যক্তিগত ঝুঁকিতে রয়েছে। সেই পরিস্থিতি আরও খারাপ দিকেই যাচ্ছে ।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ‘সাংবাদিকতা হলো একটি গণসম্পদ: উইন্ডহোক ঘোষণার ৩০ বছর’ শীর্ষক এক বাণীতে এমন মন্তব্য করেন।

জাতিসংঘের ঢাকা কার্যালয় থেকে রোববার (২ মে) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বাণীতে বলেন, ‘কোভিড–১৯ মহামারীর সময় আমরা বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি সেগুলো জীবন বাঁচাতে এবং শক্তিশালী, স্থিতিশীল সমাজ গঠনে নির্ভরযোগ্য, যাচাইকৃত এবং সর্বজনীন ভূমিকাকে চিহ্নিত করে।’

‘মহামারী এবং জলবায়ুর জরুরি অবস্থাসহ অন্যান্য সংকটময় সময়ে, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা ক্ষতিকর ভুল এবং মিথ্যাচারকে মোকাবিলাসহ আমাদের দ্রুত-পরিবর্তিত এবং প্রায়শই অপ্রতিরোধ্য তথ্যের দৃশ্যপট তুলে ধরতে সহায়তা করে।’

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘মহামারীর অর্থনৈতিক প্রভাব অনেক প্রচার মাধ্যমকে কঠোরভাবে আঘাত করেছে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এ ছাড়া বাজেট সংকটের সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য তথ্য পাওয়াও কঠিন হচ্ছে। এ শূন্যস্থান পূরণ করতে গুজব, মিথ্যা এবং চূড়ান্ত বা বিভাজিত মতামত বৃদ্ধি পাচ্ছে। আমি সকল সরকারকে তাদের ক্ষমতানুযায়ী একটি মুক্ত, স্বাধীন এবং বহুমুখী প্রচার মাধ্যমকে সমর্থন করার জন্য সবকিছু করার আহ্বান জানাচ্ছি।’

‘ভুল তথ্য এবং অপপ্রচার রোধে মুক্ত এবং স্বাধীন সাংবাদিকতা আমাদের সবচেয়ে বড় শক্তি’ বলেন জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস।

বিজ্ঞাপন

মহাসচিব বলেন, ‘জাতিসংঘ সাংবাদিক নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে গণমাধ্যম কর্মীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা- কারণ তথ্য হচ্ছে একটি গণসম্পদ। আজ আমরা একটি মুক্ত, স্বাধীন এবং বহুত্ববাদী আফ্রিকান সংবাদ মাধ্যম উন্নয়নের জন্য উইন্ডহোক ঘোষণাপত্রের ৩০তম বার্ষিকী উদযাপন করছি।’

গুতেরেস আরও বলেন, ‘গত তিন দশকে গণমাধ্যমে নাটকীয় পরিবর্তন সত্ত্বেও, সংবাদপত্রের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবেশাধিকারের জন্য ঘোষণাপত্রের জরুরি আহ্বান যথারীতি প্রাসঙ্গিক। আমরা যেন আমাদের প্রচেষ্টা পুনরুজ্জীবিত করি, যেন তথ্য সবার জন্য একটি জীবন রক্ষাকারী গণসম্পদ হিসেবে কাজ করে।’

সারাবাংলা/জেআইএল/একে

করোনা কোভিড-১৯ গণমাধ্যম জাতিসংঘ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর