Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ভার্চুয়াল কোর্ট খুলে দিলে লোকসমাগম বাড়বে: প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২১ ২১:৩১

ঢাকা: সব ভার্চুয়াল কোর্ট খুলে দিলে উচ্চ আদালতে লোকের সমাগম বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার (২ মে) আপিল বিভাগে মামলার শুনানি চলাকালে প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফসহ আইনজীবীরা ভার্চুয়ালি আপিল বিভাগে যুক্ত ছিলেন।

গত ৫ এপ্রিলে সংগ্রহ করা এক ভিডিও ক্লিপ নিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘ঢাকা জজ কোর্টে দেখলাম হাজার হাজার লোক।’

প্রধান বিচারপতি বলেন, ‘সবাই গায়ের সঙ্গে গা লাগানো। আমার কাছে এ ভিডিও এখনও আছে। আমরা কী করবো? আমরা যদি এখানেও ভার্চ্যুয়ালি সব কোর্ট ওপেন করি, আমাদের এখানেও অন্তত ডেইলি তিন হাজার লোকের সমাগম হবে। আমাদের কোর্টের ভেতরে জায়গা হয় না। মানুষ এসে ঈদগাঁ মাঠে, কোর্টের বিভিন্ন জায়গায় বসে থাকে।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমরা এখন কী করব? এখন যদি সব কোর্ট ভার্চুয়ালি ওপেন করি অন্তত প্রতিদিন তিন হাজার লোক আসবে। আমরা তো চাই কোর্ট চলুক। মানুষের আর্জেন্সি আছে। জরুরি বিষয়গুলো অবশ্যই শুনব। আপনারা ঢাকা কোর্টের ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন। সেদিন ঢাকা কোর্টে ৫০ হাজার লোক ছিল।’

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমি তো চাই সব কোর্ট ভার্চুয়ালি চলুক। বাসায় বসে কোর্ট পরিচালনা করুক। কিন্তু লোকজন যে চলে আসে। এফিডেভিট করতে আসবে, এটি করতে আসবে, সেটা করতে আসবে। আমাদের লইয়ারদেরও তো সাংঘাতিক অসুবিধা।’

সারাবাংলা/কেআইএফ/একে

প্রধান বিচারপতি মাহমুদ হোসেন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর