Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে আসা ১২৯৬ যাত্রীর মধ্যে ১৬ জনের শরীরে করোনা

লোকাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২১ ০৯:১৩ | আপডেট: ৩ মে ২০২১ ১১:৩১

বেনাপোল: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশে সরকারি বিধিনিষেধ থাকার পরও গত এক সপ্তাহে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ১ হাজার ২৯৬ জন। এরমধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে দেশে ফিরেছেন বলে জানা গেছে। অন্যদিকে ১২০ জন ভারতে ফিরে গেছেন।

রোববার (২ মে) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

বিজ্ঞাপন

তিনি জানান, সরকারি বিধিনিষেধের মুখে ভারতে আটকে পড়েন কয়েক হাজার বাংলাদেশি। পরে সরকারি নির্দেশনা অনুযায়ী, আটকে বাংলাদেশিরা কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর ল্যাবের করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরেন।

তিনি আরও জানান, ভারত থেকে আসা যাত্রীদের বেনাপোলের বিভিন্ন হোটেল ও ঝিকরগাছা গাজিরদরগা এতিমখানায় এবং যশোরের বিভিন্ন আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। যেসব যাত্রী করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছেন তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আজিম উদ্দিন জানান, সেসব পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর