Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২১ ১৬:০৬

প্রতীকী ছবি

ভোলা: চরফ্যাশন উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আলাউদ্দিন চৌকিদার (৩৫) ও শাহে আলম মাঝি (৪০)। সোমবার দুপুর একটার দিকে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহত আলাউদ্দিন ওই উপজেলার আছলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আয়শাবাদ গ্রামের মো. হানিফ চৌকিদারের ছেলে ও শাহে আলম উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. কালু বেপারীর ছেলে।

স্থানীয়রা জানায়, আলাউদ্দিন চৌকিদার দুপুরের দিকে বৃষ্টির আসলে গরুর জন্যে রোদে দেওয়া বাড়ির উঠানে ধানের খড় গোলাতে যায়। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে শাহে আলম মাঝি সকালের দিকে বাড়ির পাশে ধান কাটতে যায়। পরে বৃষ্টি আসলে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনিও আহত হন। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হোসেন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সারাবাংলা/এএম

বজ্রপাত ভোলা

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর