Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ টাকা বাড়ানোর পর ভোজ্যতেলের দাম প্রতি লিটারে কমলো ৩ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২১ ১৬:৫১ | আপডেট: ৩ মে ২০২১ ১৭:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৫ টাকা বাড়ানোর পর রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভোজ্যতেলের দাম প্রতি লিটারে তিন টাকা কমিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার (৩ মে) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংগঠনের সচিব নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজা এবং করোনার এই সংকটে ভোক্তা সাধারণের ক্রয়ক্ষমতা বিবেচনায় অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে অনুরোধে ঈদ পর্যন্ত ভোজ্য তেলের দাম লিটারে তিন টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৪ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ভোজ্য তেলের বাজার স্থিতিশীল থাকলেও ২০২০ সালের জুন থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। ভোজ্য তেলের মোট চাহিদার ৯৫ শতাংশেরও বেশি আমদানির মাধ্যমে পূরণ করা হয়।

বিজ্ঞাপন

সাম্প্রতিক বাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারেও এর ব্যাপক প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য অতিমাত্রায় বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ভেজিটেবল অয়েল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গড়ে লিটার প্রতি ৫ টাকা বাড়ানোর হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রমজান এবং করোনার সময়ে ভোক্তা সাধারণের ক্রয়ক্ষমতা বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে ঈদুল ফিতর পর্যন্ত প্রতি লিটার ৩ টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস বা বৃদ্ধি পেলে তাৎক্ষণিকভাবে তা সমন্বয় করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও

ভোজ্যতেল রমজান

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর