Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ সালামি এবার আরও বর্ণিল হবে বিকাশে

সারাবাংলা ডেস্ক
৩ মে ২০২১ ২২:১৭

ঢাকা: গত কয়েক বছর ধরে বড় চাচার ঈদ সালামি বিকাশে পায় শাহরিন। তবে এবার সালামির সঙ্গে মিলেছে চমৎকার গ্রিটিংস কার্ড আর মজার ম্যাসেজ, ‘বিচ্ছু বাহিনী ঈদের সালামি পাঠিয়ে দিলাম, সালাম কিন্তু বাকি…বড় চাচা।’

কার্ডের এক কোনে ঈদের চাঁদ, সালামির টাকা, বড় চাচার ম্যাসেজ আর নিচে লেখা ‘বড় চাচা’ সব মিলিয়ে খুশিতে গ্রিটিংস কার্ডটি ফেসবুক ওয়ালে শেয়ার করেছে শাহরিন। স্ট্যাটাসে ছোট চাচা, বড় মামী, দুলাভাই এমন করে সালামি পাওয়ার সম্ভাব্য সবাইকে ট্যাগ করে দিতে ভোলেনি শাহরিন।

বিজ্ঞাপন

বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশনের বিকাশ গ্রিটিংস কার্ডের কল্যাণে শাহরিনের ঈদ আগেই জমে উঠেছে। বিকাশ গ্রাহকরা এবার ঈদের শুভেচ্ছা বিনিময়ে আর সালামী বিনিময়ে বিকাশ গ্রিটিংস ব্যবহার করে প্রিয়জনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে পারেন। সামাজিক দূরত্ব মেনে দূর থেকেই যাদের ঈদ উদযাপন হবে তারা মজার বা আবেগঘন ম্যাসেজসহ গ্রিটিংস পাঠিয়ে একে অন্যের সঙ্গে থাকতে পারেন।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষ্যে সালামির প্রচলন সেই প্রাচীন কাল থেকেই। প্রযুক্তির সহায়তায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই সালামিতে ভিন্ন মাত্রা এনেছে বিকাশ। বিকাশ অ্যাপের ডিজিটাল গ্রিটিংস কার্ডের মাধ্যমে সেন্ডমানির সাথে প্রিয়জনকে জানানো যাবে শুভকামনা, অনুভূতি, স্নেহ-ভালবাসার অভিব্যক্তি। গ্রাহক চাইলে এই ‘গ্রিটিংস কার্ড’টিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের বিশেষ মুহূর্তগুলোকে আরো স্মরণীয় ও আনন্দময় করে নিতে পারেন।

গ্রিটিংস কার্ডসহ সালামি পাঠাতে বিকাশ অ্যাপ থেকে যে নম্বরে সেন্ড মানি করা হবে তা নির্বাচন করার পরপরই নিচের অংশে ‘আপনার উদ্দেশ্য সিলেক্ট করুন’ ট্যাবটি দেখতে পাবেন গ্রাহক। সেখানে থাকা ঈদ সালামি অথবা ঈদ মোবারক অপশনগুলো থেকে যেকোনো একটি নির্বাচন করা যাবে।

বিজ্ঞাপন

এরপর টাকার অঙ্ক লিখে পরের ধাপে গেলে রেফারেন্স অংশের নিচে ‘কার্ডের ম্যাসেজ আপডেট করুন’ ট্যাব দেখা যাবে। গ্রাহক চাইলে বিকাশ অ্যাপে সংযুক্ত ‘ঈদের আনন্দ ঘরে ঘরে, সালামি দিলাম বিকাশ করে’ অথবা ‘এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।’ এই ম্যাসেজ দু’টি রাখতে পারেন অথবা নিজের পছন্দমত নতুন ম্যাসেজ লিখে দিতে পারেন।

বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ম্যাসেজ লেখার সুযোগ রয়েছে। স্বাক্ষরের অংশে নিজের নাম বা সম্পর্কের পরিচয় যেমন মা, চাচা, মামা, ভাই, বোন ইত্যাদি লিখে দিতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন দিলেই গ্রিটিংস কার্ডসহ সেন্ড মানি করা হয়ে যাবে।

যে গ্রাহক, ঈদ মোবারক বা ঈদ সালামি গ্রিটিংস কার্ডসহ পেয়েছেন, তিনি তার ডিভাইসের নোটিফিকেশনে একটি গিফট বক্স দেখতে পাবেন। বক্সে ক্লিক করে বিকাশ অ্যাপে ঢুকলেই উপহারের পরিমাণ এবং ম্যাসেজ দেখতে পাবেন। তিনি চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কার্ডটি শেয়ার করতে পারবেন যেখানে টাকার অঙ্ক দেখা যাবে না কেবল ম্যাসেজটি দেখা যাবে।

এভাবেই শাহরিনের মতো সব বিকাশ গ্রাহকের ঈদ সালামি হয়ে উঠবে আরও বর্ণিল ও স্মৃতিময়।

সারাবাংলা/এমও

ঈদ সালামি বিকাশ

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর