বান্দরবানে শ্রমিক-জনতা সংঘর্ষে আহত ৯
৪ মে ২০২১ ০০:৪৫
বান্দরবান: বান্দরবানে রাবার ড্যাম প্রকল্প নির্মাণ নিয়ে শ্রমিক-স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রমিকসহ ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৩ মে) বান্দরবান সদরের সূয়ালক ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— প্রকল্পের সাইট ম্যানেজার দেলোয়ার হোসেন, স্ক্যাভেটর চালক নূর হোসেন, মাহমুদুল হোসেন, সুমন, সুলতান, স্থানীয় কৃষক মো. ইউসুফ, শাকিল, আবু তাহের ও শফি আলম। তাদের মধ্যে গুরুতর আহত চার জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সূয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অর্থায়নে ১১ কোটি প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে রাবার ড্যাম্প নির্মাণ প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়। দু’বছর মেয়াদি উন্নয়ন কাজটি বাস্তবায়নের কার্যাদেশ পায় যৌথভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম কে অ্যান্ড এসই লাইসেন্স।
এদিকে, কৃষির উন্নয়নে বাস্তবায়িত প্রকল্পটিতে অনিয়মের অভিযোগ তোলে কাজটি বাস্তবায়নে বাধা দেন স্থানীয়রা। এরপরও কাজটি চলমান রাখায় নির্মাণ শ্রমিকের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা স্ক্যাভেটর ও শ্রমিকদের ঘর ভাঙচুর করে। দুই পক্ষের সংঘর্ষে শ্রমিকসহ ৯ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় বাসিন্দা কৃষক আব্দুচ সাত্তার বলেন, কাজের গুণগত মান খারাপ হওয়ায় স্থানীয়রা কাজটি বন্ধ রাখতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা স্ক্যাভেটর দিয়ে একজন কৃষককে আঘাত করেন। এতে উত্তেজিত জনতা স্ক্যাভেটর ও শ্রমিকদের ঘর ভাঙচুর করে।
প্রকল্পের সাইট ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের অভিযোগের পর নির্মাণ শ্রমিকদের গুণগত মান বজায় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। সামাজিকভাবে স্থানীয়দের সাথে বৈঠকও হয়েছে। তারপরও কাজে বাধা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুই পক্ষের আহতদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বান্দরবান জেলা কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু নাঈম জানান, কাজে অনিয়মের অভিযোগে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে আপাতত কাজটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাবাংলা/টিআর