Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু জব্দ


৪ মে ২০২১ ২০:৩৬

নেত্রকোনা: করোনাভাইরাস মহামারিতে লকডাউন পরিস্থিতিতেও নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে দুটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ৩১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত সোমবার রাতে সোয়া ১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নের লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার মো. রুহুল আমিনে নেতৃত্বে ৮ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে ১১৭০/৩-এস নং সীমান্ত পিলারের একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকলেটবাড়ি নামক এলাকা থেকে দু’টি ভারতীয় গরু জব্দ করা হয়। গরু দু’টির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

গরু দু’টি নেত্রকোনা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। তবে এ অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি’র ৩১ ব্যাটালিয়নের ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর