Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাগ ধরে হ্যাঁচকা টান, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২১ ১২:৪১

ঢাকা: রাজধানীর মতিঝিল কমলাপুর এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পরে সুনিতা রানী দাস (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ মে) ভোর ছয়টার দিকে মুগদা শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুনিতার বাবার বাড়ি পুরান ঢাকার নারিন্দায়। তার স্বামী সুজন চন্দ্র দাসের বাড়ি টাঙ্গাইল জেলায়। স্বামী ও তিন ছেলেকে নিয়ে মুগদা গোপীবাগ ঋষিপাড়ায় থাকতেন তিনি। মুগদা বৌদ্ধ মন্দিরে পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন সুনিতা।

নিহত সুনিতার ছেলে সুমন চন্দ্র দাস জানান, ভোর ছয়টার দিকে সুনিতা রানী ও তার বড় বোনের ছেলে সুজিতকে নিয়ে রিকশাযোগে বৌদ্ধমন্দিরে যাচ্ছিলেন। কমলাপুর এলাকায় একটি গলিতে আসলে কয়েকজন ছিনতাইকারী সুনিতার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। তখন রিকশা থেকে পরে মাথায় গুরুতর আঘাত পান সুনিতা। ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে সঙ্গে থাকা সুজিত তাকে আহত অবস্থায় ঋষিপাড়ার বাসায় নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এএম

ছিনতাইকারী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর