Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি-৭ সম্মেলনে করোনা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২১ ১৬:৫২

লন্ডনে চলমান গ্রুপ অব সেভেন (জি-৭) এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের অন্তত দুইজন করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হওয়ার পর সম্মেলনজুড়ে করোনা আতঙ্ক বিরাজ করছে। খবর রয়টার্স।

বুধবার (৫ মে) যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, দুইজনের করোনা সংক্রমণ ধরা পড়ার পর ভারতের পুরো প্রতিনিধি দলকেই সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। তারা এখন ভার্চুয়ালি সম্মেলনে অংশ নেবেন।

এছাড়াও, সম্মেলনে করোনা সংক্রমণ মোকাবিলার আন্তর্জাতিক প্রটোকল কঠোরভাবে মেনে চলা হচ্ছে। প্রতিনিধিদের সকলের দৈনিক করোনা টেস্টও করানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

তবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর করোনা আক্রান্ত নন বলে নিশ্চিত করেছেন স্কাই নিউজের একজন সংবাদদাতা। এর আগে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সঙ্গে একান্ত বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর।

এদিকে, যুক্তরাজ্যের ভারতীয় হাইকমিশন এবং যুক্তরাজ্যের ভ্যাকসিন মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, জি-৭ সম্মেলনে করোনা পজিটিভ হওয়া নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

অন্যদিকে, ভারত যদিও জি-৭ এর সদস্যরাষ্ট্র নয়। তারপরও আয়োজক দেশের আমন্ত্রণে চলমান সম্মেলনের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতও অংশ নিয়েছে।

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ জি-৭ সম্মেলন নভেল করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর