শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক হলেন তৌহিদ
৫ মে ২০২১ ২০:৫৯
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানববন্দরের পরিচালক উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ উল আহসান হলেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। এই নির্বাহী পরিচালক পদটি নতুন সৃষ্টি করা হয়েছে। এতদিন তৌহিদ উল আহসান ছিলেন বিমানবন্দরের পরিচালক।
বুধবার (৫ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।
সিভিল এভিয়েশন সূত্রে জানা গিয়েছে, সিভিল এভিয়েশনের নতুন অরগানোগ্রাম অনুযায়ী নির্বাহী পরিচালকের পদটি নতুন সৃষ্টি। বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তৌহিদ উল আহমানকে নির্বাহী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক পদে নিয়োগ পান বিমান বাহিনীর উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ-উল আহসান। বিমান বাহিনী থেকে প্রেষণা নিয়োগ হয়ে তৌহিদ উল আহসানের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
সারাবাংলা/এসজে/একে