Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম পাড়তে উঠে গাছ থেকে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মে ২০২১ ১৩:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গাছ থেকে পড়ে ছাত্রলীগের সাবেক এক নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বন্ধুরা জানিয়েছেন, দুষ্টুমির ছলে গাছে আম পাড়তে উঠেছিলেন তিনি। অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান।

বুধবার (৫ মে) রাতে নগরীর সদরঘাট থানার হোটেল শাহজাহান সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটেছে।

নিহত নেছারুল হক বাবর (৩৫) চট্টগ্রামোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। নগরীর ফিরিঙ্গী বাজার এলাকার তার বাসা।

জানা গেছে, গাছ থেকে পড়ে গুরুতর আহত নেছারুল হক বাবরকে তার বন্ধুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে বলেন, রাতে গাছে উঠেছিল বাবর। সেখান থেকে পড়ে মাথায় গুরুতর জখম হয়। রাত ১২টার দিকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। উনি ছাত্রলীগ নেতা ছিলেন বলে জানতে পেরেছি। রাত থেকে হাসপাতালে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি জানান, রাতে রনিসহ বন্ধুরা সবাই মিলে হোটেল শাহজাহানের সামনের চত্বরে বসে গল্প করছিলেন। সেই চত্বরে থাকা গাছ থেকে ঝরে পড়া একটি পাকা আম দেখে আরও আমের আশায় নেছারুল গাছে ওঠেন।

বন্ধুরা রাতের অন্ধকারে গাছে না ওঠার জন্য নিষেধ করলেও শোনেনি। গাছে এক ডাল থেকে অন্য ডালে পা দেয়ার সঙ্গে সঙ্গে সেটি ভেঙ্গে নিচে পড়ে যান। সংজ্ঞাহীন নেছারুলকে বন্ধুরা মিলে হাসপাতালে নিয়ে যান।

সারাবাংলা/আরডি/এসএসএ

আম পাড়তে গিয়ে মৃত্যু চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর