Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা ভারতের চেয়েও খারাপ হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২১ ২১:১৮

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, স্বাস্থ্যবিধি আমাদের অবশ্যই মানতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে আমাদের অবস্থা ভারতের চেয়েও খারাপ হবে। আমার এটা চাই না, করোনা সারা বিশ্বকে নাড়া দিয়েছে।

শুক্রবার (৭ মে) বিকেলে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে ঈদুল ফিতর ও করোনায় দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতে লাশের পাশে আরেক লাশ সৎকার হচ্ছে। একটু অক্সিজেনের পাওয়ার জন্য সেখানে করোনা আক্রান্ত মানুষ ছোটাছুটি করছে। কিন্ত অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশে ওষুধ ও অক্সিজেনের অভাব হয়নি।’

ঈদকে সামনে রেখে যেভাবে মানুষজন তাদের শিশু সন্তান নিয়ে দোকানপাটে ভিড় করছে, তাতে শঙ্কার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ফেরিঘাটে যে হারে মানুষজন যাচ্ছে তাতে কোনভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। একশ জন মানুষের পরিবর্তে হাজার মানুষ এক ফেরিতে পার হচ্ছে। আমাদের বেখেয়ালিপনায় যেন দেশের ক্ষতি না হয় সেই দিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘সারা দেশে লকডাউন চলছে, এতে অনেক মানুষ কষ্টে আছে। লকডাউনের কারণে দেশে করোনায় আক্রান্তের হার ২৪ থেকে ৮ এ নেমে এসেছে। মৃত্যুর ছিলে ১১২তে এখন ৫০। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে সময় লাগবে না।’

ভ্যাকসিন এখনও আমাদের হাতে কিছু মজুদ আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দ্বিতীয় ডোজ দিতে পারি তার জন্য রাশিয়া ও চিনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। এরমধ্যে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। ভ্যাকসিন যারা নিয়েছি তাদের অনেকই মনে করেন তাদের করোনা হবে না। অনেকেই দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাই স্বাস্থ্যবিধি আমাদের অবশ্যই মানতে হবে।’

বিজ্ঞাপন

আমাদের দেশে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ টন অক্সিজেন লাগে। দেশে অক্সিজেন উৎপাদন হচ্ছে ২০০ টন। আগামী মাসে আরও ৪০ টন অক্সিজেন উৎপাদন হবে। এতে আমাদের অক্সিজেনের অভাব হবে না। তবে স্বাস্থ্যবিধি না মানলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে বলে আবারও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে বক্তব্য রাখেন- পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনসহ অন্যরা।

সারাবাংলা/এমও

অক্সিজেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর