Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকরা রাস্তায়

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মে ২০২১ ১৩:০০ | আপডেট: ৮ মে ২০২১ ১৪:২১

ঢাকা: ঈদে ঘোষিত ছুটি বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় রাস্তায় নেমে অবরোধ শুরু করেছেন পোশাক শ্রমিকরা। এতে স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকরা অংশ নেন।

ঈদ উপলক্ষে তিনদিনের যে ছুটি ঘোষণা করা হয়েছে তা পোশাক শ্রমিকরা মানতে চান না। পুলিশ বলছে, বেতন-বোনাস নিয়ে কোনো ঝামেলা নয়, ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছেন।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা জড়ো হয়ে আজ সকাল থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবি, ঈদে ১০ দিনের ছুটি দিতে হবে।’

ওসি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। রাস্তা থেকে শ্রমিকদের সরে যেতে অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ পোশাক শ্রমিক মিরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর