Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে হেফাজত নেতা মুফতি ফখরুল কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২১ ১৭:৪৬

ঢাকা: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৮ মে) বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দিয়েছেন।

এদিকে আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাসহ অন্যরা জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধিতা করা হয়।

বিজ্ঞাপন

গত ২৬ এপ্রিল আসামির চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৪ এপ্রিল রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) জোনাল টিমের সদস্যরা।

সারাবাংলা/এআই/এমও

মুফতি ফখরুল হেফাজত নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর