Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আদৌ প্রয়োজন আছে?’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২১ ১৯:৩১ | আপডেট: ৮ মে ২০২১ ১৯:৩৪

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আদৌ বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না— এমন প্রশ্ন ‍তুলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার (৮ মে) দুপুরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও নগর ইউনিট যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আদৌ বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। বিএনপি কেন যে তাকে বিদেশ নিয়ে যেতে চায়, সেটি বোধগম্য নয়। কারণ দেশেই তো বেগম খালেদা জিয়া সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন। দেশের দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দ্রুত আরোগ্য লাভ করুক, এটিই কাম্য।’

বিএনপি চেয়ারপারসন যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা পান, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য এখন বিএনপি ও পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। যেসব দেশে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ডে, সেখানে করোনা মহামারিতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে।’

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ইদানীং দেখতে পাচ্ছি, বিএনপি দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে মেটেও উদ্বিগ্ন নয়। এ নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তাদের সব চিন্তা এখন কেন্দ্রীভূত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। বেগম খালেদা জিয়ার তাপমাত্রা আছে কি নাই, এটি কত ডিগ্রি আছে, হাঁটুর ব্যথা আছে কি নাই— এর মধ্যেই বিএনপির রাজনীতিটা এখন সীমাবদ্ধ।’

বিজ্ঞাপন

‘আপনাদের চিন্তাটা কেবল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে নিমগ্ন না রেখে জনগণের পাশে দাঁড়ান। যেভাবে মানুষের দোড়গোড়ায় আওয়ামী লীগ খাদ্য সহায়তাসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিচ্ছে, সেভাবে আপনারাও মাঠে এসে জনগণের কাছে বিতরণ করুন। তারপর আমাদের ভুলত্রুটি যদি থাকে, সেটার সমালোচনা করার অধিকার আপনাদের তৈরি হবে,’— বিএনপি নেতাদের উদ্দেশে বলেন মন্ত্রী।

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপিসহ তার মিত্র যারা সমালোচনা করে এবং যারা রাত ১২টার পর টেলিভিশনের পর্দা গরম করে, তাদের দূরবীন দিয়েও দেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কেউ কি কোনো ত্রাণ বিতরণের মধ্যে আছে? সেখানে নাই। তারা শুধু সমালোচনার মধ্যে আছে। আমরা কী কাজ করছি, সেটির সমালোচনা করা ছাড়া তাদের কোনো কাজ নাই। দেশে করোনার জন্য যে ১২ হাজারেরও বেশি বেড আছে, তার ৭০ ভাগ বেড খালি আছে। অনেক আইসিইউ বেডও খালি আছে। করোনাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলো অত্যন্ত সফলভাবে কাজ করেছে। কিন্তু সমালোচকদের সমালোচনা থেমে নেই।’

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান গাজী ইফতেখার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সংবর্ধিত অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত ট্রেজারার এম এ ছালাম, জেলা ইউনিটের সেক্রেটারি মো. আসলাম খাঁন, সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার।

সারাবাংলা/আরডি/টিআর

খালেদা জিয়া টপ নিউজ ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

প্রেম: জীবনে ও সাহিত্যে
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৩৩

আরো

সম্পর্কিত খবর