Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে প্রেশার কুকার ও চার্জার লাইটে ২ কেজি সোনা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২১ ২১:০৮

ফাইল ছবি

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সৌদি আরব ফেরত যাত্রীর প্রেশার কুকার ও চার্জার লাইটের ভেতর থেকে দুই কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিম।

শনিবার (৮ মে) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার আব্দুস সাদেক।

তিনি জানান, এদিন চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউজ ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সৌদি আরব থেকে আসা এসভি-৩৫৮০ ফ্লাইটের যাত্রী বাহার মিয়া গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার সঙ্গে থাকা ব্যাগেজে কোনো সোনার বার বা স্বর্ণালংকার আছে কি-না জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

সাদেক আরও জানান, এরপর ব্যাগেজ স্ক্যানিং করলে সোনার অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে এনে প্রেশার কুকার ও চার্জার লাইট ভেঙে এর ভেতর থেকে প্রায় ২ দশমিক শূন্য ২ কেজি সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
ওই যাত্রীর বাড়ি খাগড়াছড়ি জেলায়। আটক সোনা এবং ওই ব্যক্তির বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এসজে/পিটিএম

২ কেজি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোনার বার

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর